গত কয়েক দিন ঐশীকে নিয়ে অনেক হৈচৈ হয়ে গেল। ঐশী ইস্যু শেষ হয়ে গেছে। মানুষ
ভুলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা আসলে ভুলে যাওয়ারই জাতি। যখন যেটা সামনে আসে
সেটাকে নিয়ে হৈচৈ চলে কয়েকদিন। ইস্যুটি শেষ হয়ে গেলে নীরবে ভুলে যায় সবাই।
যেমন আমরা অনেকটা ভুলে গেছি পিলখানায় সেনা অফিসার হত্যাকাণ্ড। কত মানুষের
মায়াকান্না তখন। হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের পরিবারের জন্য কত দরদ।
হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের পরিবারের সদস্যদের জন্য নানা কিছু
বরাদ্দের কথা শোনা গেছে তখন। শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে
বেগম খালেদা জিয়াকে বের করে দেয়া হয়েছে সেই শহীদ সেনা অফিসারদের পরিবারের
দোহাই দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছেন, জায়গাটিতে বহুতল ভবন
নির্মানের পর নিহত সেনা অফিসারদের পরিবারের সদস্যদের আবাসনের ব্যবস্থা করা
হবে। পিলখানায় খুনের শিকার সেনা অফিসারের পরিবারকে এখন ক’জনই বা খোঁজ নেয়!
পিলখানায় নিহত বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমদ স্ত্রীসহ নিহত হয়েছেন।
তার সন্তানদের অবস্থা থেকেই বাস্তবতা উপলব্ধি করা যায়।
পুরোটা পরতে নিচের লিঙ্কে ক্লিক করুন-
ঐশীদের ড্রাগাসক্তি ও বখে যাওয়ার নেপথ্যে
পুরোটা পরতে নিচের লিঙ্কে ক্লিক করুন-
ঐশীদের ড্রাগাসক্তি ও বখে যাওয়ার নেপথ্যে
No comments:
Post a Comment